1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

উলিপুরে ব্যারিস্টার সালেহীর পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ সোলায়মান গনি


আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী, উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৭ কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর পক্ষ থেকে উলিপুরের বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

১৮ অক্টোবর, রবিবার উলিপুর উন্নয়ন ফোরামের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে এই সহায়তা পৌঁছে দেন।

উলিপুর পৌরসভার নারিকেলবাড়ির রফিকুল ইসলাম, মুন্সিপাড়ার মাহমুদা বেগম, হায়াতখাঁ এলাকার আব্দুল মজিদের স্ত্রীসহ একাধিক অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও গুনাগাছ, হাতিয়া, বুড়াবুড়ি ও ধরনীবাড়ি ইউনিয়নের অসচ্ছল পরিবারগুলোর কাছেও সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান উলিপুর উন্নয়ন ফোরামের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্লাবন।

তিনি বলেন, “ব্যারিস্টার সালেহীর দিকনির্দেশনায় আমরা চেষ্টা করছি প্রত্যন্ত জনপদের প্রতিটি দরজায় পৌঁছাতে। যেখানে সমস্যা, সেখানেই সমাধানের বার্তা নিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, আগামী দিনের উলিপুর হবে খুদা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত, সুখী, সমৃদ্ধ উলিপুর।”

সহায়তা প্রাপ্ত হায়াতখাঁ গ্রামের আব্দুল মজিদ বলেন, “বিপদে কেউ পাশে দাঁড়ায় নাই, কিন্তু সালেহী সাহেব আমাদের খোঁজখবর নিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি, আল্লাহ তার মনের আশা পূরণ করুন।”

মুন্সিপাড়ার মাহমুদা বেগম জানান, “অনেকদিন অসুখে ভুগছি, টাকার অভাবে চিকিৎসা করাতে পারি নাই। সালেহী ভাই সহযোগিতা করেছেন, হামার আত্মা ভরে গেইচে।”

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি উলিপুরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। আশা করি ‘ফাইভ জিরো’ উলিপুর গঠনে উলিপুরের সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে, ইনশাল্লাহ। আমরা সবাইকে নিয়ে একটি উন্নত, পরিবর্তিত উলিপুর গড়ে তুলতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট