পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
১৯ অক্টোবর/২৫ ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫শ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে ও আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।
রবিবার দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বিপন্ন শিক্ষা বাঁচাতে এগিয়ে আসুন’-এই শ্লোগানে জেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারী এতে অংশ নেন।
এ সময় জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবি এম মুছা, বিএনপির কে›ন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মন্ডল, কোষাধ্যক্ষ আলী হাসান মুক্তা, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস, নির্বাহী সদস্য মেহনাজ পারভীন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের আজ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান দেওয়ার কথা, কিন্তু তারা রাজপথে নেমেছেন যৌক্তিক দাবির স্বার্থে। তাই অনতিবিলম্বে তাদের ৩ দফা দাবি মেনে নিতে অন্তর্র্বতীকালীন সরকারের নিকট আহবান জানন বক্তারা।