মোঃ মোবারক হোসেন:দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ি’র মাটিরাঙ্গায় পাহাড়ি ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রিমন ত্রিপুরা (২২) নামের পলাতক আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিমন ত্রিপুরা গোমতি উদয় কুমারপাড়া এলাকার হেয়াসা ত্রিপুরার ছেলে ।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিককুল ইসলাম বলেন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিমন ত্রিপুরাকে আটক করা হয়, সে সিএনজি চালিত অটোরিকশাযোগে পালানোর চেষ্টা করছিল ।
এর আগে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়রা রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামে দুই আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করেন ।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে । ভিকটিম কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামি সুমন বিকাশ ত্রিপুরাকে ধরতে অভিযান চলছে ।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাতে উপজেলার অযোদ্ধা এলাকার কালি মন্দিরে আত্মীয়ের সঙ্গে পূজা দেখতে গেলে চার যুবক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ।
ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ২২ অক্টোবর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ।