
মো:রিয়াজুল ইসলাম (নেছারাবাদ প্রতিনিধি)
পিরোজপুরে নেছারাবাদের ৬ নং দৈহারী ইউনিয়ন, কাটা দৈহারী ৯ নং ওয়াডে সপরিবারে বিয়ের দাওয়াতে গিয়েও খাবার না খেয়ে প্রস্থান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। উপস্থিত হয়ে বিষয়টি জানতে পারেন মেয়ের বয়স ১৬ বছর।
ঘটনা টি ঘটেছে গতকাল শুক্রবার নেছারাবাদ উপজেলা দৈহারী গ্রামে।
জানা যায়, বর জগন্নাথকাঠী গ্রামে মো:জাকির হোসেন এর ছেলে মো: অনিক শেখ (২৩)। এবং কনে কাটা দৈহারী মো:বাবলুছ হাওলাদার এর একমাত্র মেয়ে মোসাম্মৎ মুন্নি আক্তার।(১৬)
শুক্রবার দুই পরিবার মিলে খুব গটাকরে করে বিয়ের আয়োজন করেন।
বিয়ের অনুষ্ঠানের সপরিবারে অথিতি হিসেবে আসেন মো: জাহিদুল ইসলাম( ইউএনও)
বিয়ে পড়াতে আশা কাজী মো: ইসহাক আলী বলেন, আমাকে প্রথমে বলেছিল মেয়ের বয়স ১৮ বছর হয়েছে।পরে আমি গিয়ে দেখতে পাই মেয়ের বয়স ১৬ বছর। তাই আমি বিয়ে না পড়িয়ে চলে আসি।
এবং ইউএনও সাহেব ও দাওয়াত না খেয়ে চলে যান।
সবশেষ জানা যায় বিয়ে আর সম্পন্ন হয় নি।