
স্বপ্ন আর্চায়্য দূর্জয়(বাঁশখালী উপজেলা, প্রতিনিধি)
অদ্য ২৪.১০.২০২৫ ইং রোজ শুক্রবার ঠিক সকাল ৭:৩০ ঘটিকার সময় পুঁইছড়ি ফুটখালী ব্রীজের উপর এই দূর্ঘটনা ঘটে।
উক্ত নিহত শিশুটির নাম ফাহিম।তার বয়স ৮ বছর।তার পিতা মোঃ আব্দুর রহিম চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ির পূর্ব পুঁইছড়ি ফরেস্ট টিলার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায় যে,শিশু ফাহিম রাস্তা পারাপার হওয়ার সময় পেকুয়াগামী একটা কার্ভাড ভ্যান খুব সো জোরে চালিয়ে আাসার সময় শিশু ফাহিমের উপর দিয়ে চলে যায়। এতে করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।সে সাথে নিহত ফাহিম ছিলো তার বাবা মায়ের ১০ মেয়ে সন্তানের মধ্যে ১টি ছেলে সন্তান ছিলেন।
আমরা আরো তদন্ত করতে গিয়ে জানতে পারি যে, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাইফুল ইসলাম মহোদয়, উক্ত ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে কার্ভাড ভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়।সে সাথে উক্ত ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রকিয়াধীন অবস্থা চলামান।