1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নিসচা শ্রীমঙ্গল শাখার উদ্যোগে সড়কে পেল নতুন সৌন্দর্য, সড়কের পাশে ঝোপঝাড় কেটে মাইলফলক পরিষ্কার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের পাশে থাকা মাইলফলকগুলো নতুন করে দৃশ্যমান করে তুলেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শনিবার(১ নভেম্বর) দুপুরে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা এক মহৎ উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার সড়কে গাছপালা ও ঝোপঝাড় কেটে সড়কের পাশে থাকা মাইলফলকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেন।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের পাশে থাকা মাইলফলক গাছের ডালপালা ও ঝোপঝাড়ে ঢেকে গিয়েছিল। এতে চালক ও যাত্রীদের জন্য দূরত্ব ও দিকনির্দেশনা বোঝা কঠিন হয়ে পড়ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে ‘নিরাপদ সড়ক চাই’ শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে মাঠে নামেন। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছের ডাল ছেঁটে ও মাইলফলকের আশপাশ পরিষ্কার করে দেন, যাতে দূর থেকেও এগুলো স্পষ্টভাবে দেখা যায়।

সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি গোলাম রহমান মামুন জানান, আমরা চাই সবাই নিরাপদে চলাচল করুক।মাইলফলকগুলো শুধু দূরত্ব নির্দেশ করে না, এগুলো চালকদের সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে। তাই এগুলো দৃশ্যমান রাখাটা জরুরি।

পথচারীরাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, নিসচার এই উদ্যোগ অন্য সামাজিক সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে এই ধরনের জনকল্যাণমূলক কাজে অংশ নিতে।
সড়কটি প্রতিদিন শত শত যানবাহনের চলাচলের কারণে ব্যস্ত থাকে। ফলে মাইলফলকগুলো দৃশ্যমান থাকলে দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করবে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে, নিসচা শ্রীমঙ্গল শাখা জানিয়েছে, এর আগেও রাস্তায় পাশে নিরাপদে পথ চলার জন্য বিভিন্ন ধরনের সাইনবোর্ড স্থাপন করেছে। এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম তারা নিয়মিত চালিয়ে যাবে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট