
মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ, মৌলভীবাজার।
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১ নভেম্বর সেগুনবাগিচা ঢাকার কেন্দ্রীয় কচিকাচার মেলা সম্মেলন কক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় বিচারপতি মীর হাসমত আলী, প্রধান আলোচক ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোরশেদ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি এ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ আবু তাহের সহযোগী সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর বাংলাদেশ জার্নালিস্ট ওয়েল ফেয়ার ট্রাস্ট, আহমেদ আবু জাফর চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, জাহাঙ্গীর আলম প্রধান সাবেক সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডক্টর শাহজাহান মজুমদার সম্পাদক একুশে সংবাদ, এস এম হুমায়ুন পাটোয়ারী, মহাসচিব আন্তর্জাতিক মাই গ্র্যান্ড ফাউন্ডেশন, জনাব রেজাবুদ দৌলা, সাবেক সভাপতি জাসাস কেন্দ্রীয় কমিটি, অনুষ্ঠানে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিজ্ঞ আইনজীবী বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা ও বিভাগীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক প্রকাশক কবি অশোক ধর।