
রুহুল আমিন,ঢাকা,জেলা,প্রতিনিধি
প্রাথমিক শিক্ষকের শাহবাগে পথের দিকে যাত্রায় বাধা দিয়েছে পুলিশ।
এক পর্যায়ে আন্দোলন কারী শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ হলে দাওয়া-পাল্টা দাওয়া শুরু হয়।
দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসতে পুলিশ, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ করে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের এই আন্দোলন তীব্রতা শুরু হওয়ার সময় এই ঘটনা ঘটে।
প্রাথমিকের শিক্ষকগনের নেতা শামসুদ্দিন জানান। শাহবাগে অভিমুখে দিকের যাত্রায় পুলিশের সাথে দাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করে,ফলে শিক্ষকগণের মধ্যে অনেকেই আহাত হয়।
এর আগে শাহাবাগে সকালে দশম গ্রেডে সহ বেতন ও তিন দফা দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন।সকাল থেকে দেশের বিভিন্ন যায়গায় থেকে আসা হাজারো শিক্ষকগন কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে জড়ো হয়ে অবস্থান নেয়।তাদের ঘোষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ব্যক্ত করেছেন শিক্ষকগন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন অংশ সহ চারটি সংগঠন এ কর্মসূচি পরিচালনা করছেন। এছাড়াও ঢাকা,চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া শিক্ষকরা আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।