
গোলাম মোঃ রকিব, রাউজান উপজেলা প্রতিনিধি
রাউজান বিনাজুরীতে অরাজনৈতিক তরিকতভিত্তিক মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ ০৬ নং বিনাজুরী ইউনিয়ন শাখা প্রতিবছর জমকালো আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী দ. উদযাপনসহ বিভিন্ন ধর্মীয়, মানবিক সেবামূলক কাজ করার ধারাবাহিকতায় অধ্য ১৪নভেম্বর শুক্রবার রাউজান বিনাজুরীস্থ লেলাংগারা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে অত্র শাখার সা়গঠনিক সম্পাদক জনাব মোঃ শাহেদুল ইসলাম চৌধুরী’র সঞ্চালনায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোঃ রকিব’র উপস্থাপনায় এবং সংগঠনের সম্মানিত সভাপতি জনাব এস এম ফারুক’র সভাপতিত্বে ৬ষ্ঠতম আজিমুশশান সুন্নী কনফারেন্স সম্পন্ন হয়েছে। এই কনফারেন্সে আলেম ওলামা, ইসলামিক গভেষকসহ দূর দুরান্ত থেকে আসা শত শত আশেকে রাসুল দ.’র উপস্থিতি লক্ষ্য করা যায়। বাদে আসর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আরম্ভ হয়ে আগত বক্তাদের আলোচনা, মিলাদ-কিয়াম, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। সুন্নি কনফারেন্সে উদ্ভোদক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সম্মানিত সাবেক সভাপতি হযরত মৌলানা অধ্যক্ষ ইলিয়াস নুরী। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ এশিয়আর অন্যতম বৃহত্তম সংস্থা আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের সম্মানিত কেবিনেট মেম্বার জনাব আলহাজ্ব মোহাম্মদ হোসাইন খোকন। প্রধান বক্তার ভুমিকায় ছিলেন এশিয়া খ্যাত দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি আবুল হাসনাত আল-ক্বাদেরী। বিশেষ বক্তা ছিলেন নগরীর অক্সিজেন ফকির চিল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নাজিম উদ্দিন ক্বাদেরী ও নেয়াজ গাজী রাঃ দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবী মুদাররিস মৌলানা ইলিয়াছ তাহেরী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহব্বায় কমিটির সম্মানিত নির্বাহী সদস্য জনাব মোঃ আরিফুর রহমান। গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু তাহের। আধারমানিক হাফেজিয়া মুনিরুল মোস্তফা দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সুপার হাফেজ মৌলানা মোঃ শাহ্ আলম। জারুলতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা জবরুতুল ইসলাম ক্বাদেরী। গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান কলেজ শাখার সম্মানিত সভাপতি মোঃ মনির উদ্দিন। গাউসিয়া কমিটি বাংলাদেশ ফকির তকিয়া সদর শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব এমরান হোসেন ও সাধারণ সম্পাদক জনাব মোঃ সাজ্জাদ হোসেন । গাউসিয়া কমিটি বাংলাদেশ ৭নং রাউজান ইউনিয়ন পূর্ব শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু সৈয়দ মাস্টার ও সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ এসকান্দর। গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর উত্তর শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ শওকত হাসান, শায়েরে আহলে সুন্নত মৌলানা জুনায়েদ ক্বাদেরীসহ গাউসিয়া কমিটি বাংলাদেশ বিভিন্ন ইউনিয়ন ইউনিট শাখা থেকে আগত অতিথি বৃন্দ। আরো উপস্তিত ছিলেনগাউসিয়া কমিটি বাংলাদেশ ০৬নং বিনাজুরী ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ আবু সৈয়দ,সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ হোসাইন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মোহাম্মদ আবুল মনসুর,সহ দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মোঃ ইরমান,অর্থ সম্পাদক মোঃ শহিদুল আলম তুষার,সহ অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিম রাফি,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিয়ষক সম্পাদক জিসান চৌধুরী। অপ্যায়ন সম্পাদক মনিরুল ইসলাম তুহিন।সহ অপ্যায়ন সম্পাদক মোঃ মহিউদ্দিন। নির্বাহী সদস্য – মোঃ পারভেজ সওদাগর, মোঃ ইউসুফ, মোঃ জহির উদ্দিন, সাইদুল আজিম ফাহিম,মোঃ আকিব। সদস্য – মোঃ আলমগীর, মোঃ মনসুর, মোঃ জাহেদ, এস এম মাসুদ, গোলাম মোহাম্মদ মনির, সাইদ আল মাহি, মোঃ নিহাত, মোঃ ইয়াসির, মোঃ সাইম,মোঃ মারজান, মিনহাজ, জুনায়েদ, তানভীর, শামীম,শেখ আহমদ, আবির, জিহান প্রমূখ। উক্ত সুন্নী কনফারেন্সে উপস্থিত না থেকেও যাদের সার্বিক সহযোগিতায় সফল হল তারা হলেন মোঃ চিশতী মোঃ শওকত আকবর,মামুন মিঞা রাজা,
এস এম রুবেল, মোঃ মিনহাজ আদিল তানজিদ, মোঃ সাঈদ, জনাব আসাদুল ইসলাম ফাহিম, মোঃ জমিরউদ্দিন, মোঃ রবিউল হোসেন,মোঃ শহিদুল ইসলাম তুষার, মহিউদ্দিন সুজন , মোহাম্মদ ইবনু, মোঃ সাদ্দাম,মোহাম্মদ মির্জা নয়ন, মোর্শেদ মিয়াজী, মোঃ মোবারক হোসেন, মোহাম্মদ আবু, মোঃ আলী মঞ্জু, মোঃ দিহান, মোঃ ফরহাদ।