
রুহুল আমিন,ঢাকা জেলা প্রতিনিধি
আজ শুক্রবার ২১ সে নভেম্বর রাজধানীতে অতিমাত্রা বেগে ভূমিকম্পন হয়েছে,হলে রাজধানীর বেশ কয়েকটি যায়গায় বিল্ডিং ধসে পড়েছে। কিছু কিছু যায়গায় রাজধানীতে বিল্ডিং হেলে পড়ার খবর শুনা যায়।
আজ সকলে শুক্রবার সকাল ১১:২৩ মিনিটে রাজধানী জুড়ে তার থেকে ৫ সেকেন্ড অতিমাত্রার বেগ নিয়ে কম্পন শুরু হলে,অনুষ্ঠানে জুড়ে কয়েকটি জায়গাতে বিল্ডিং ধসে পড়া ও হেলে পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে।
রাজধানী জুরে কয়েকটি বাসার দেয়া সাক্ষাৎকার তারা বলেন বাংলাদেশের এরকম আর অতি বেগে ভূমিকম্প কখনো হয়নি।
কিছু কিছু জায়গায় কাঁচের জানালা থাকলে সেগুলো ভেঙে পড়া সহ মেঝেতে থাকা অনেক জিনিসপত্র নিচে পড়ে আছে বলে তারা বলেন
আরও বলেন,যখন কম্পন শুরু হয় সাথে সাথে টের পেয়ে বাড়ির বাহিরে দ্রুত বের হওয়ার সময় জায়গাতে হোঁচট খেয়ে পড়েছেন অনেকেই।
বলা যায় এরকম কম্পন জুড়ে বাংলাদেশ আর কখনো দেখেনি জনগণ। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে রাজধানী জুড়ে।