
রুহুল আমিন,ঢাকা জেলা প্রতিনিধি
নির্বাচন হলে গনতন্ত্র বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশের সামগ্রিক উন্নতি সাধনের জন্য রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন অপরিহার্য।
আজ রবিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ড্যাব আয়োজিত বিএনপির ৩১ দফা নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি সবার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে তাই বলেই রাজনৈতিক সহনশীলতা ও চর্চা অব্যাহত থাকছে এবং দলটি কোনোভাবেই সংঘর্ষিক রাজনীতিকে উৎসাহিত করে না এবং করবেও না তাই আমাদের সহনশীল হতে হবে ও চর্চা করতে হবে।
গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই। অনেকে বিভিন্ন দাবি নিয়ে রাজপথে নামছে। বিএনপি কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে না অতএব বিএনপি সংঘর্ষিক রাজনীতিতে চাচ্ছে না,কারণ
এটিই বিএনপির আগামী দিনের রাজনীতি।
বিএনপির সহনশীল রাজনীতি অবস্থানের জন্য তুলে ধরে তিনি আরও বলেন,স্থিতিশীলতার স্বার্থের জন্য সহনশীল রাজনীতিই করতে হবে।