1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ায় তিন বিয়ে করার অভিযোগে যুবককে শিকলবন্দী, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন( অনলাইন রিপোর্টার)


নোয়াখালীর হাতিয়া উপজেলায় তিনটি বিয়ে করার অভিযোগে এক যুবককে শিকলবন্দী করে রেখেছেন তার প্রথম স্ত্রীর পরিবারের সদস্যরা। ঘটনাটি জাহাজমারা ইউনিয়নের একটি গ্রামে ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রথম স্ত্রীর পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। বিয়েতে এক ভরি সোনার গয়না, এক লাখ টাকা এবং আসবাবপত্রসহ যৌতুক দেওয়া হয়েছিল। কিন্তু ছয় মাস না যেতেই দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। অভিযোগ রয়েছে, এসময় অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবক। এ নিয়ে বেশ কয়েকবার সালিশও হয়; কিন্তু কোনো সমাধান হয়নি।

প্রথম স্ত্রী বলেন,
“তিন বছর হলো আমার বিয়ে। দুই বছর ধরে বাবার বাড়িতে থাকি। স্বামী কোনো খোঁজ নিত না। পরে জানতে পারি তিনি আরও দুইটি বিয়ে করেছেন। তাই ঘরের লোকজনের সঙ্গে কৌশলে ডেকে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি।”

অভিযুক্ত যুবক দাবি করেন,
“বিয়ের তিন বছরে আমাদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে ঝগড়া চলত। পরে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। গত এক-দেড় মাস আগে আমি আরেকটি বিয়ে করেছি। এরপর শ্বশুরবাড়ির লোকজন আমাকে ধরে এনে মারধর করে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে।”

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন,
“অভিযোগ দেওয়া হয়েছে কি না তা দেখতে হবে। বিষয়টি জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্র দেখবে।”

জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম জানান,
“এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাটি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট