
মোঃ সাজেদুর রহমান,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা এলাকা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫
র্যাব-৫ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা এলাকা মাদক ব্যবসায়ী হারুনকে আটক করে।
আসামি হারুন এর দেহ তল্লাশী করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামি
মোঃ হারুন অর রশিদ (৪০), পিতা-মৃত আব্দুল গফুর সরদার, সাং-করলডাংগা, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ।
গ্রেফতারকৃত আসামিকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।