1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজার সীমান্তে ‘ফখর গ্যাং’-এর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী দৃষ্টামুলক শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ‘ফখর গ্যাং’-এর দীর্ঘদিনের অত্যাচার, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে প্রতিকার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বোগলাবাজার ইউনিয়নের রাজাপুর গ্রামের মশিউর আলমের বাড়িতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান উজ্জ্বল।

সংবাদ সম্মেলনে জানানো হয়—বোগলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আবদুল হাসিমের পুত্র ফখর উদ্দিন (৩০) সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরচক্রের নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তার নেতৃত্বাধীন গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভয়ের মধ্যে জীবনযাপন করছে। স্থানীয়দের অভিযোগ, ফখর উদ্দিন এলাকার ত্রাসে পরিণত হয়েছেন; রাতের আঁধারে চুরি, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটালে গত বুধবার সন্ধ্যায় একই ইউনিয়নের নেপালকুঠি গ্রামে চুরি করতে গেলে দাঁড়ালো ছুরি ও দেশীয় অস্ত্রসহ গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি ফখর উদ্দিন তার সহযোগী বাহিনী নিয়ে রাজাপুর গ্রামের পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলী ঢালিমের বাড়িতে হামলা চালায়। রাতের অন্ধকারে বসতঘরের তালা ভেঙে আলমারি থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় পাশের কক্ষে থাকা লোকজন টের পেলে তাদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাটি নিয়ে ভুক্তভোগী রায়হান আলম (২২) দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর রাত সাড়ে ২টার দিকে ৭–৮ জনের একটি দল রায়হান আলমের ঘরে ঢুকে প্রথমে তাকে মারধর করে বাইরে নিয়ে যায়। পরে ঘরের দরজা ভেঙে তারা মূল্যবান সামগ্রী লুটপাট করে। হামলাকারীদের মধ্যে ইব্রাহিম, ফারুক মিয়া, মাঈনুদ্দিন মিয়া, নাবিন মিয়া ও রাসেল আহমদের নাম উল্লেখ করা হয়েছে।

রায়হান আলম জানান, ‘আমাদের পরিবার আতঙ্কে ছিল। বাধা দিতে গেলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পুরো ঘর তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।’

এলাকাবাসী অভিযোগ করেন, ফখর গ্যাংয়ের হাতে অতীতে একাধিক হামলা, চাঁদাবাজি ও হুমকির ঘটনা ঘটলেও ভয়ে কেউ সরাসরি মুখ খুলতে সাহস পেতেন না। সম্প্রতি হামলা ও লুটপাটের ঘটনায় মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানা পুলিশ জানায়, জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। প্রাপ্ত প্রমাণ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি করেছেন। তাদের অভিযোগ—সীমান্ত অঞ্চলে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে না এলে জননিরাপত্তা আরও বিপন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট