
মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলা ৭ই ডিসেম্বর ২০২৫ খ্রি: তারিখ রোজ রবিবার কমলগঞ্জ উপজেলাস্থ,আদমপুর উইনিয়নের আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে গুড নেইবারস কমলগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় গুড নেইবারস কমলগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মিসেস সুমি দেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, মুশাহিদুর রেজা চৌধুরী, জেলা সমবায় কর্মকর্তা, মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায়ন কর্মকর্তা জনাব, সালিক আহম্মেদ ভূইয়া কমলগঞ্জ, মৌলভীবাজার। আরো উপস্থিত ছিলেন মি. এন্ড্রিকো মন্ডল প্রকল্প ব্যবস্থাপক, মৌলভীবাজার সিডিপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম। গুড নেইবারস কমলগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ এর সিএমসি সকল মেম্বার, কো-অপারেটিভ সাপোর্ট অফিসার এবং ২০০ জন সমাবায় সমিতির সদস্য নিয়ে ১১তম বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে আয়-ব্যয়, লাভ-ক্ষতি হিসাব-নিকাশ আলোচনা এবং আগামী ২০২৫-২০২৬ অর্থবছরে পরিকল্পনা তুলে ধরা হয় এতে উপস্থিত সকল সদস্য সম্মতি প্রদান করেন। অতিথিবৃন্দ গুড নেইবারস কমলগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ এর জন্য বিভিন্নভাবে সুযোগ-সুবিধা, পরামর্শ এবং উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন।
পরিশেষে, গুড নেইবারস কমলগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ সভাপতি সকল সদস্যবৃন্দ সু-স্বাস্থ্য কামনা করে ১১তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করেন।