
এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি
দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জাতিসংঘ ঘোষিত এ দিবসের এবারের প্রতিপাদ্য— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা।” দিবসটি উপলক্ষে মানববন্ধন, সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার।
সেখানে বক্তারা দুর্নীতিকে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করে সততা, নৈতিকতা ও স্বচ্ছতার চর্চা বাড়ানোর আহ্বান জানান। উপজেলা এলজিডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, “এবার বিশেষ প্রেক্ষাপটে দুর্নীতিবিরোধী দিবস পালন করা হচ্ছে। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে দুর্নীতিমুক্ত নতুন সম্ভাবনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”
এ উপলক্ষে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাংবাদিক ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।