
শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)
বাগেরহাট-৩-রামপাল মোংলাআসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলা উপজেলার চিলা ইউনিয়ন বৈদ্দ্যমারী ফুটবল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে (২৮শে জানুয়ারি) বুধবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ধানের শীষের সমর্থনে মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন,ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন করা হবে এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত ২২ জানুয়ারি চিলা ইউনিয়নের বৈদ্যমারি বাজারে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীদের ঢল নামে জনসভায় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন যে বিগত সময়ে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, যা পরিবর্তনের সময় এখন এসেছে।
জনসভায় মোংলা উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সকল ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন জনসভায় সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মন্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক,মোংলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম মিঠু ফকির ও চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ কাজল খাঁন, সঞ্চালনায় এস এম পলাশ আহবায়ক মোংলা উপজেলা স্বেচ্ছাসেবকদল। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোংলা ও রামপাল জুড়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
ইতিমধ্যে তিনি দুবলার চর ও উপকূলীয় বিভিন্ন এলাকায় জেলে ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।