
শেখ মহিউদ্দিন (বাগেরহাটের জেলা প্রতিনিধি)
বাগেরহাট জেলার মোংলা উপজেলা চিলা ইউনিয়ন বৈদ্যমারী বাজারে ধানের শীষের বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত।
মোংলা উপজেলার চিলা ইউনিয়ন বৈদ্যমারী বাজারে ধানের শীষের সমর্থনে এক বিশাল প্রচারণা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ক্রয়দশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় জনমত গঠন ও নিজেদের শক্তির জানান দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বৈদ্যমারী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি।
মিছিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।
মিছিলে আসা কর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।
মিছিল শেষে বৈদ্যমারী বাজারের তিন রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন।
রামপাল মোংলা বাগেরহাট ৩ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর শেখ ফরিদুল ইসলাম কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এই এলাকার উন্নয়নের স্বার্থে এবং শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান এর সুব্যবস্থা নিশ্চিত করতে ডক্টর শেখ ফরিদুল ইসলামের বিকল্প নেই তাই সকল শ্রেণী পেশার মানুষকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তারা।
প্রচারণা মিছিলে নেতৃত্ব দেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি মোংলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম মিঠু ফকির।
এবং চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার সাধারণ সম্পাদক মোঃ কাজল খান
এবং সাইফুল শিকদার সহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।