1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুদানে ড্রোন হামলা: কুড়িগ্রামে চিরনিদ্রায় শায়িত দুই শহীদ শান্তিরক্ষী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোঃ সোলায়মান গনি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম


সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মধ্যে কুড়িগ্রামের দুই সেনা সদস্যের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে শহীদ শান্তিরক্ষী মমিনুল ইসলাম ও শান্ত মন্ডল-এর মরদেহ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে পৌঁছায়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে মরদেহ দুটি নিজ নিজ গ্রামে নেওয়া হয়।
উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলেরপাড় গ্রামে বিকাল সাড়ে ৩টায় শহীদ মমিনুল ইসলামের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, স্বজন, গ্রামবাসী ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শহীদ মমিনুল ইসলাম স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। বড় মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট মেয়ের বয়স মাত্র ৪ বছর। মাত্র ৩৩ দিন আগে তিনি সুদানে শান্তিরক্ষা মিশনে যোগ দেন।
অন্যদিকে, রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সাটমাধাই ডারারপাড় গ্রামে বিকাল সাড়ে ৪টায় শহীদ শান্ত মন্ডলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার বড় ভাই সেনা সদস্য সোহাগ মন্ডলসহ নিকটাত্মীয় ও এলাকাবাসী অংশ নেন। সেনাবাহিনীর প্রতিনিধি দল তাকেও গার্ড অব অনার প্রদান করে। পরে নিজ বাড়ির আঙিনায়, বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। সর্বশেষ তিনি বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। গত ৭ নভেম্বর তিনি সুদানে শান্তিরক্ষা মিশনে যান। এক বছর আগে তার বিয়ে হয়; তার স্ত্রী বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ১৩ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ এবং আরও ৮ জন শান্তিরক্ষী আহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট