
মোঃ জসিম উদ্দিন সেনবাগী রিপোর্টার, স্বাধীন সূর্যোদয় সেনবাগ উপজেলা প্রতিনিধি।
বিসমিল্লাহীর রহমানির রহীম,
গত রবিবার (২১-১২-২০২৫) আরবী ১৪৪৭ হিজরী, দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে. রজব মাস আরবী মাসের হিসাব অনুযায়ী (৭) নং মাস. এটা অত্যন্ত বরকত ময় মাস, এ মাস আসলে আমাদের প্রিয় বিশ্ব নবী (সাঃ) পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন বেশী করে আমলের দিক দিয়ে, যেমন দান, সদকা, ফেতরাহ্, নফল নামাজ, তাসবিহ, তাহলীল, রিকির, নফল রোজা, কোরআন তেলাওয়াতসহ আরো বিভিন্ন আমল করতেন. পবিত্র হাদিস শরীফে এসেছে এই রজব মাস সহ বাকি আরো ৩ মাস মুহাররা, যিলকাদ, যিলহাজ্জ সহ মোট ৪ মাস হারাম মাসের অন্তরভুক্ত বা সম্মানের মাস. আর এই মাস এত বরকত ময় মাস যে, মাসে আমাদের প্রিয় নবী (সাঃ) পবিত্র মেরাজ গমন করেন, ( অধিকাংশ আলেমদের মতে এই মাসের ২৭ তারিখ পবিত্র শবে মেরাজ )।
আর পবিত্র রজব মাস আসলেই আমাদের প্রিয় নবী (সাঃ) এবং তাঁর সকল সাহাবী (রাঃ) আজমাইন একটি আলম সবসময় করতেন হাটতে, চলতে, উঠতে, বসতে, খেতে, যেতে, ঘুমাইতে ইত্যাদি. সে আলমটি হলো ঃ
আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লীগনা রমাদান।
এই দোয়াটি এত বেশী আলম করতেন যা বলা বাহুল্য.
আর এই পবিত্র রজব মাসের ২৭ তারিখ রাতে মহান আল্লাহ তায়ালা তার প্রিয় হাবীব মুহাম্মাদ (সাঃ) কে পৃথিবীর এই ময়দান থেকে আরশে আজীমে নিয়ে যায়, পথের মাঝে অনেক নবীর সাথে সাক্ষাৎ হয়. এবং আসার সময় মহান আল্লাহ তায়ালা আমাদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ উপহার দেন. যা পরে কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়. আর এই ৫ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে ৫০ ওয়াক্তের সাওয়াব দিবেন।
হে আল্লাহ আপনি আমাদের কে পবিত্র রজব মাসের বেশী বেশী আমল করার তাওফিক দান করুন। (আমিন)