
বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ আগমন উপলক্ষে বিশ্বনাথ উপজেলার ৮ নং দশঘর ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্র দলের আয়োজনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে তারেক রহমানের আগমনে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান প্রদান করেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বাদ সন্ধ্যা দশঘর ইউনিয়নের পীরের বাজারে এই আনন্দ মিছিল ও পথ সভাটি অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল শেষে বিশ্বনাথ উপজেলা যুবদলের সদস্য আরিফ আলী’র সঞ্চালনায় দশঘর ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়জুল ইসলাম এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ আরিফ আলী, দশঘর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রকিব আহমদ।
এসময় আরো বক্তব্য রাখেন, ইউপি যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি রশিদ আহমদ, সহসভাপতি নুরুল হক,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজনু মিয়া, স্বেচ্ছাসেবকদল ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আমীন, উপজেলা কৃষকদলের সদস্য মামুনুর রশীদ, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মুন্না রাজু ও ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ।
পথসভা ও মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা নানু মিয়া, রাজন আহমদ, রুপু মিয়া,সমসের মিয়া, ছাদ মিয়া, দুলু মিয়া,লাল মিয়া, জাহিদুল ইসলাম, হুসাইন, জাকির হোসেন, বদরুল,মুনসুর,রুয়েল আহমদ, সাব্বির, স্বেচ্ছাসেবক দল নেতা ছাব্বির মিয়া, সুহেল আহমদ, নুনু মিয়া, মৌহাজি, কৃষক দলের আতিক মিয়া, মঈনুল ইসলাম, শাকিল আহমদ ও ছাত্র দলের সাকিল, রুমেল, কিবরিয়া, সুহাগ প্রমুখ।
পথসভার বক্তব্যে নেতৃবৃন্দ সিলেট ২ আসনে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা কে আসন্ন ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।