
মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা আসনের জামায়াতে ইসলামীর দলিও মনোনয়ন পত্র আনুষ্ঠানিক ভাবে সংগ্রহ করেন ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ। তিনি সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য।
২৮ ডিসেম্বর দুপুর দুইটায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের কার্যালয় থেকে জামায়াতের কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান এর থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শাহীনূর আলম, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা, সেক্রেটারি, ডাঃ এস এম মনসুর আলী, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিরাজগঞ্জ ৩ আসনে দুই জোটের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডঃ আঃ সামাদ দাড়িপাল্লা মার্কায় ও ভিপি আয়নুল হক ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করবেন। এই আসনের সাধারণ মানুষ ভোট প্রদানে উন্মুখ হয়ে আছে ।