1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শীতের দাপটে কাঁপছে চায়ের রাজধানী পর্যটননগরী শ্রীমঙ্গল।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)


শ্রীমঙ্গলে শুরু হয়ে গেছে শীতের দাপট। ডিসেম্বরের শেষ সপ্তাহে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া পুরো জেলায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। দেশের আজ সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৫ ডিগ্রিতে নেমেছে।

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা যায়, সোমবার (২৯ ই ডিসেম্বর) সকাল পাঁচ ঘটিকায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রবিবার সকালেও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় চাদরে ঢেকে আছে চারপাশ। প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষের চলাচল কম। কেউ গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও অনেকেই শীতের তীব্রতার কারণে ঘরেই থাকতে হচ্ছে । সূর্য ওঠার পরেও রৌদ্রের তাপ তেমন পাওয়া যাচ্ছে না। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার খেটে-খাওয়া, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বিশেষ করে তীব্র শীত এবং কুয়াশা উপেক্ষা করে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে ও বিভিন্ন এলাকা আগুন ধরিয়ে আগুন ফুয়াছেন মানুষ।

ভুড়ভুড়িয়া বাগান চা শ্রমিক শান্ত মৃধা আরও অনেকেই জানান, তীব্র ঠান্ডার মধ্যেও চা পাতা তুলতে বের হয়েছি। লোকজন এখনো শহরমুখী হয়নি। সকাল ৭টা পর্যন্ত একনো কোন মানুষ বেড় হচ্ছে না। এখনই শীতের যে দাপট সামনের দিনগুলোতে শীতে সংসার কীভাবে চলবে চিন্তায় আছি। শ্রীমঙ্গল টমটম মিশুক চালক জানান মোঃ আব্দুল ও টিটু মিয়া, তীব্র ঠান্ডার মধ্যেও অটোরিকশা নিয়ে বের হয়েছি। তীব্র ঠান্ডার মধ্যেও প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না,ও গন কুয়াশা রয়েছে। চাঁদের গাড়ির চালক আজম উদ্দিন জানান পর্যটন কম আসছে ঠান্ডার ও ঘন কুয়াশা কারনে বসে আছি গাড়ী নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যে জানা যায়, শ্রীমঙ্গলে প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১২ ডিগ্রির ছিল। আজ তা দাঁড়িয়েছে ১৬ ডিগ্রিতে। সোমবার সকাল ৫টায় উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে জেলার শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে চলতি বছরের নভেম্বরে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ সময় আবহাওয়া অফিস জানায়, প্রথম সপ্তাহ থেকেই শীত এভাবে শুরু হওয়া মানে সামনের জানুয়ারীর দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট