
মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি ও পরিচালনা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা সিরাজগঞ্জের ভূঁইয়াগাতি বাজারে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন, রায়গঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব আলী মুর্তুজা, সলঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির রাশেদুল ইসলাম শহীদ এবং রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম।
সভাটি পরিচালনা করেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও সিরাজগঞ্জ-৩ আসন পরিচালনা কমিটির পরিচালক তারিকুল ইসলাম। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন রায়গঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মাসুদ ও রানা। এছাড়াও বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় মাঠপর্যায়ে সাংগঠনিক ঐক্য আরও জোরদার করা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যায়ভিত্তিক পরিবর্তনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সভা শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।