
মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ অবিরাম গণসংযোগঃ করে যাচ্ছেন মিলছে সকল শ্রেণী পেশার মানুষের অভূতপূর্ব সাড়া। তিনি রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ চোয়াল্লিশ হাজার। দুই টি উপজেলা, ইউনিয়ন ১৭ টি , দুইটি পৌরসভা রয়েছে। এই আসনে অন্যান্য ধর্মের ভোটার রয়েছেন প্রায় ৪৫ হাজার।
আজ ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে সকাল আটটা থেকে উপজেলার সর্ব পশ্চিমের ইউনিয়ন ধামাইনগরের ফরিদপুর , শালিয়াগাড়ী, আন্দরা,কুরছা, আদিত্য বাড়িয়া,খোদাদপুর, গ্রামের সর্বস্তরের মানুষের মাঝে গণসংযোগ করছেন, ছুটছেন অবিরাম । এতে করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছিল । দাড়িপাল্লার পার্থী ডঃ আঃ সামাদ জোনগনের এই জোয়ার দেখে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন।