
(শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (৪ জানুয়ারি ২০২৬ ইং) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল থানার ভুনবীর বাবুর বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন সুজন দাস (৩৫) কে আটক করা হয়। তিনি মৃত শৈলেন চন্দ্র দাসের ছেলে এবং মাতা রানী দাস, ঠিকানা ভীমশী,ভুনবীর এলাকায়, শ্রীমঙ্গল থানা জেলা মৌলভীবাজার।
আটকের সময় তার কাছ থেকে ৫০ বোতল মদ (মোট ৫০ লিটার) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক আসামিকে ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এস কে জহিরুল ইসলাম মুন্না জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে যারা জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।