
সুনামগঞ্জ প্রতিনিধিঃএস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের হাসার বিলের পাশে সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আটক ব্যক্তি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কাকিয়ারপাড়(নোয়াগাঁও) গ্রামের আব্দুর রহমানের পুত্র নুরুল হক নুরু।
মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে ও শান্তিগঞ্জ থানা পুলিশের সযোগিতায় দেখার হাওরের হাসার বিলের পাশে সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে ভূমিখেকো নুরুল হক নুরুকে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৪ ধারায় ওই ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে ৬ মাসের জেল দেয়া হয়।
শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেনা-তুজ-জোহরা বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।