1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চা শ্রমিকদের সেবক সংগঠনের উদ্যোগে তিন চা বাগানে শীতবস্ত্র বিতরণ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)


শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে চা শ্রমিকদের সেবক সংগঠন। সংগঠনের উদ্যোগে রবিবার (১১ ই জানুয়ারী ২০২৬) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান সদর ও ৯নং চা বাগান চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের রেমা চা বাগানে চা শ্রমিকদের মাঝে ২য় ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা সন্তোষ লোহার, সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শান্ত মৃর্ধা দীপক, ত্রাণবিষয়ক সম্পাদক বাবলু তন্তবায় দীপু, সিনিয়র সদস্য নুর হোসেন, প্রবোধ সূত্রধর, কার্যকরী সদস্য সনম কন্দ, স্বাক্ষর ভৌমিক, স্বপন ঝড়া, গোপেশ তাঁতী, সৌরভ কর্মকার বিকি ঝড়া ও নতুন সদস্য প্রদীপ কৈরি। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সততা সমাজ কল্যাণ সংস্থার এডমিন মোঃ ছায়েদ আলী, মানবতার ডাক সংগঠনের অর্থ সম্পাদক সুকেশ বাক্তি, সুরমা চা বাগান সদরের সাধারণ সম্পাদক বিশ্বনাথ পান তাঁতী, মিন্টু কল, দীপু দেব, কানাই কৈরি ও ৯নং বিভাগের যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ভরত মুন্ডা ও সদস্য দ্বিপদ মুন্ডা এবং রেমা চা বাগানের চা শ্রমিকদের সেবক সংগঠনের সদস্য এবং স্থানীয় সদস্য সুমন উরাং
সাজেন উরাং, সবিতা উরাং, সাজেন মুন্ডা।
এসময় সুরমা চা বাগান সদরের প্রদীপ কৈরি বলেন, “শীতের এই সময়ে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পাশে থাকার জন্য চা শ্রমিকদের সেবক সংগঠনের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
শীতবস্ত্র পেয়ে সুরমা চা বাগান সদর ও ৯নং বিভাগ এবং রেমা চা বাগানের চা শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন,তারা বলেন শীতবস্ত্র পেয়ে তারা অত্যন্ত খুশি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, চা শ্রমিকদের সেবক একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির মূল উদ্দেশ্য হলো সংগঠনের সদস্যদের মাসিক আয়ের উৎস থেকে মাত্র এক দিনের মজুরির অর্থ সংগ্রহ করে দেশের বিভিন্ন চা বাগানের এতিম, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও অসহায় চা শ্রমিকদের সহায়তা করা হয়, পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ, গৃহহীনদের ঘর নির্মাণ ও সংস্কার, চিকিৎসা সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সহায়তা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট