
কমলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আজ ১৪ জানুয়ারি রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ওম তবিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত সাক্ষাতে কমলগঞ্জ উপজেলার সার্বিক সামাজিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যুবসমাজের ভূমিকা ও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
এসময় উপজেলা প্রশাসক সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সামাজিক উন্নয়নমূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ সর্বদা প্রশাসনের সাথে সমন্বয় রেখে জনকল্যাণে কাজ করে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।একটি সুন্দর, সচেতন ও মানবিক কমলগঞ্জ গড়াই এ সংগঠন এর লক্ষ্য।
উল্লেখ যে কমলগঞ্জ উপজেলা অরাজনৈতিক সামাজিক ৬০ টি সংগঠন একত্রিত হয়ে এ ঐক্য পরিষদ গঠন করা হয়। এ সংগঠন এর লক্ষ্য হলো কমলগঞ্জ উপজেলা বিভিন্ন অসংগতি সমস্যা সমাধান এ কাজ করা।কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেসে বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ে কাজ করে উক্ত সংগঠন ব্যাপক পরিচিতি পায়। উক্ত প্রোগ্রামে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়বৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ এস কে নাহিদ, দুরুদ মোহাম্মদ, মোঃ আব্দুস সালাম, এবাদুর রহমান, তারেক পাটোয়ারী,মোঃ শাহীন, রাফি আহনদ,আল আমিন সহ অন্য সদস্য বৃন্দ।