
মোঃ রিজভীল ইসলাম জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির বিশেষ অভিযানে তিনটি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ মো. মাহাবুল হোসেনকে (৩৮) নামের এক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অভিযানে জীবননগর উপজেলার যাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বেনীপুর ক্যাম্পের বিওপির সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল জীবননগর উপজেলার যাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের পাকা সড়কে এই অভিযানটি চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে মো. মাহাবুল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩টি স্বর্ণের বার, একটি লিভো ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
৩টি স্বর্নের ওজন ৩৪৯.৪৯গ্ৰাম যার আনুমানিক মূল্য ৬৫,৯৩,১২৫/- টাকা (পঁয়ষট্টি লক্ষ তিরানব্বই হাজার একশত পঁচিশ) টাকা। আটককৃত মোবাইল, মোটরসাইকেল, ৩টি স্বর্নের বার সর্বমোট সিজার মূল্য ৬৭,৪৪,১২৫/- সাতষট্টি লক্ষ চুয়াল্লিশ হাজার একশত পঁচিশ টাকা
বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণগুলো অবৈধভাবে বহনের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
উক্ত আসামীকে মোটরসাইকেল এবং মোবাইলসহ জীবননগর থানায় সোপর্দ এবং স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে