
সুনামগঞ্জ প্রতিনিধি:এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ-৫
(ছাতক–দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থিতা ফিরে পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন জাপা মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম।
সোমবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার পেয়েছি। এজন্য সর্বপ্রথম আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যাঁরা এই সময়ে আমার পাশে ছিলেন—দলীয় নেতাকর্মী, আইনজীবী ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞ।”
জাহাঙ্গীর আলম আরও বলেন, প্রার্থিতা ফিরে পাওয়ার মাধ্যমে সুনামগঞ্জ-৫ আসনের জনগণ জাতীয় পার্টির রাজনীতিতে নতুন করে আশার আলো দেখছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করতে পারবেন।
এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণা জোরদার করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রার্থিতা সংক্রান্ত জটিলতা কাটিয়ে জাহাঙ্গীর আলম পুনরায় জাপার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় সুনামগঞ্জ-৫ আসনের জাপা নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ