
উপজেলা প্রতিনিধিঃ
দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি (Moulvibazar CDP) নতুন মেয়াদে ২০২৬ সালে জন্য কমিটি গঠন অনুষ্ঠিত হয় ১৯ জানুয়ারি গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি অফিস কমলগঞ্জে আদমপুর হলরুমে। গুড নেইবারস্ বাংলাদেশ দীর্ঘদিন থেকে বাংলাদেশে শিশু ও নারী নিয়ে শিক্ষা স্বাস্থ্য ও দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি প্রকল্প পরিচালক এনড্রিকো মন্ডল পরিচালনায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য দের নাম ও পদবী তালিকা হল এ. কে. এম. আব্দুস সালাম সিডিসি চেয়ারম্যান (CDC Chairperson)সাবেক শিক্ষক ও দাতা সদস্য এম এ ওহাব উচ্চ বিদ্যালয় ও সভাপতি উসমান আলী দাখিল মাদ্রাসা আদমপুর। গুলনাহার বেগম ভাইস চেয়ারম্যান (Vice Chairperson)এনড্রিকো মন্ডল সম্পাদক (Secretary) সৈয়দ আনিসুজ্জামান যুগ্ম সম্পাদক (Joint Secretary) কৃষ্ণ কুমার সিংহ কোষাধ্যক্ষ (Treasurer) মো: আব্দুল জলিল সদস্য (Member) সাংবাদিক মো: আব্দুস সালাম সদস্য (Member) প্রিয়াঙ্কা সিংহ সদস্য (Member) হালিমা আক্তার সদস্য (Member)লিপি বেগম সদস্য (Member) ওয়ালিদা আক্তার জেবিন সদস্য (Member)
পরবর্তী সময ২১ তারিখ মৌলভীবাজার সিডিপি (Moulvibazar CDP) কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভা এবং ওরিয়েন্টেশন ২০২৬ নবগঠিত কমিটির সদস্য বৃন্দ দের নিয়ে অনুষ্ঠিত হয় কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দদের নিয়ে।