
সুনামগঞ্জ প্রতিনিধিঃএস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনের অন্তর্গত দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ জানুয়ারি ২০২৫ ইংরেজি বিকাল ৩ ঘটিকায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল এসে হাজী কনু মিয়া হাই স্কুল মাঠে জড়ো হয়।
পরে হাই স্কুল মাঠ থেকে মিছিলটি শ্রীপুর বাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঙ্গলপুর বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগানে আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
নেতারা আগামী দিনে আন্দোলন-সংগ্রাম আরও জোরদার করার ঘোষণা দেন।
মিছিলে পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।