
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামের কৃতি সন্তান ছালামত হোসেন সেলিম মাস্টার বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
ছালামাত হোসেন সেলিম মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি কচুয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফয়সাল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তার এই নির্বাচনে কচুয়া উপজেলার শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তার দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রচার কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় ছালামত হোসেন সেলিম মাস্টার বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের ও গৌরবের বিষয়। আমি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে কাজ করে যাব।”
ছালামত হোসেন সেলিম মাস্টারের সাফল্যে তেতৈয়া গ্রামসহ পুরো কচুয়া উপজেলায় আনন্দের পরিবেশ বিরাজ করছে।