মোঃ বেলাল হোসেন (দিনাজপুর প্রতিনিধি): তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে দেশে দুর্নীতি কমিয়ে আনার লক্ষ্যে টিআইবি’র অনুপ্রেরণায গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), দিনাজপুর দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন ২০০৯ এর বাস্তবায়নে নানান কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে তথ্য অধিকার আইনের ব্যবহার, তথ্যের গোপনীয়তা পরিহার এবং আইনটি কার্যকরকরণে তরুণ শিক্ষার্থীদের ভুমিকা ও দুর্নীতিবিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ২০ নভেম্বর ২০২৪ সকাল ১০.০০টায় সনাকে‘র ইয়েস গ্রুপের আয়োজনে কলেজ অডিটরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি জনাব মোঃ হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর জনাব মোজম্মেল হক, বিভাগীয প্রধান বাংলা বিভাগ, সরকারি মহিলা কলেজ দিনাজপুর।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আব্দুল হান্নান আজাদ, এরিয়া কোঅর্ডিনেটর, সনাক, দিনাজপুর।
ওরিয়েন্টেশন শেষে আলোচনায় অংশগ্রহণ করেন, জনাব প্রফেসর আব্দুল জলিল আহমেদ, সাবেক সভাপতি সনাক, সহকারী অধ্যাপক, জনাব মোছাঃ ফরিদা ইয়াসমীন, সহকারী অধ্যাপক জনাব মোঃ সিদ্দিকুর রহমান, জনাব তারিকুজ্জামান তারেক, ইয়েস আহ্বায়কসহ অন্যান্যরা।
সনাক দিনাজপুর স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, পরিবেশ ও নির্মান বিষয়ে প্রাতিষ্ঠনিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হয়। তথ্য অধিকার আইন অবহিতকরণ সভায় দুর্নীতি প্রতিরোধে এই আইনের ব্যবহার এবং হাতে-কলমে আবেদন ফরম পূরণ করার প্রক্রিয়া, আপীল আবেদন ও অভিযোগ দায়েরের পদ্ধতি শেখানো হয়।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জানান স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে তরুণ শিক্ষার্থীদের ভুমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেইসাথে এই আইনের যথাযথ ব্যবহারের মাধ্যমে দুর্নীতি কমে আসবে বলে সভায় আলোচনা হয়। যে মর্যাদা আমাদেরকে বিশ্বের দরবারে সস্মানিত করেছে, দুর্নীতির কারণে সেই মর্যাদাকে আমারা হারাতে বসেছি। তাই জাতিকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হলে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। আমাদের মানুষিকতার পরিবর্তন করে এই অবস্থা থেকে বেড়িয়ে আসতে হবে।
আজকের এই আলোচনা থেকে আসুন আমরা দুর্নীতিবিরোধী চেতনায় উদ্ভদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসি। সনাক-টিআইবি প্রত্যাশা করে প্রতিটি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে তার তথ্য উন্মুক্ত রাখলে সেবাগ্রহীতারা সহজেই সেবা গ্রহণ করতে পারবে, হয়রানী বন্ধ হবে এবং দুর্নীতিও কমে আসবে। অনুষ্ঠানে প্রায় ৩৩০ জন নারী শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।