ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) : এমপিওভূক্ত স্কুল ও কলেজের অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নিষ্পত্তির সময়সীমা পূন:নির্ধারণ করা হয়েছে। আজ ২১/১১/২০২৪ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন সময়সূচি অনুসারে, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইন এমপিও সংক্রান্ত আবেদন প্রতি জোড় মাসের ০৬ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে তাদের কাছে আগত এমপিও’র আবেদন নিষ্পত্তি করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ থেকে প্রাপ্ত আবেদন সমূহ জেলা শিক্ষা কর্মকর্তাগণ প্রতি জোড় মাসের ২০ তারিখের মধ্যে নিষ্পত্তি করে সংশ্লিষ্ট অঞ্চলের উপপরিচালক বরাবর প্রেরণ করবেন। অঞ্চলের পরিচালকগণ এবং উপপরিচালকগণ (মাধ্যমিক) প্রতি বিজোড় মাসের ০৬ তারিখের মধ্যে অনলাইন এমপিও সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। প্রতি বিজোড় মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে।