সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): ব্যবসায়ী ব্যাংকের মালিক আবার তিনিই জাতীয় সংসদের সদস্য- এমনটা পৃথিবীর অন্য দেশে পাওয়া যায় না। ব্যাংকের লাইসেন্স দেবার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায়ও ব্যাংকিং খাতকে নিয়ে গেছে ধ্বংসের দারপ্রান্তে। বাংলাভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, প্রয়োজনের তুলনায় সংখ্যায় অনেক বেশি ব্যাংকের লাইসেন্স দেয়া হয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানের একটিও বড় ব্যাংক তৈরি হয়নি।
বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬২টি। বাংলাদেশের আকার ও অর্থনীতির বিচারে এ সংখ্যা অনেক বেশি। এরপরও সুদের হারে ও গ্রাহক সেবার প্রতিযোগিতা সৃষ্টি হয়নি। বরং দুই লাখ ৮৫ হাজার কোটি খেলাপি ঋণের ভারে, ব্যাংকিং খাত খাদের কিনারে। নগদ টাকার সংকটে এখনো অধিকাংশ ব্যাংক থেকে আমানতকারীরা প্রয়োজন অর্থ উত্তোলন করতে পারছে না।
অর্থ উপদেষ্টা বলেছেন, ব্যাংক সংখ্যায় বেড়েছে সক্ষমতা বড় হয়নি।