আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ ১১ জুলাই, শুক্রবার, বাদ আছর চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ দামুয়াপুকুর পাড় জামে মসজিদ এ চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা নুরুল আরছারের ১০ তম মৃত্যুবার্ষিকী মিলাদ, কিয়াম ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মরহুম নুরুল আবছার গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে কারাগারে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে অকালে মৃত্যুবরণ করেন। মরহুম নুরুল আবছারের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ডবলমুরিং থানা বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল তরুণ দল ও ২৮ নং ওয়ার্ড বিএনপি’র নেতা-কর্মী এবং উপস্থিত মুসল্লীবৃন্দ। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ সমাজ ও রাষ্ট্রের মঙ্গলকামনায় মোনাজাত করা হয়।