1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ওমরার জন্য সঠিক সময় কোনটি

মোঃ নোমান (সৌদি আরব প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মোঃ নোমান (সৌদি আরব প্রতিনিধি) : প্রতি বছরের মতো এবারও ওমরা পালনের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে মুসল্লিরা সৌদি আরব যাচ্ছেন। এই মুসল্লিদের সুবিধার জন্য ওমরার আচার-অনুষ্ঠান পালনের সঠিক সময় কোনটি, তা জানিয়েছে মক্কার কাবা এবং মদিনার মসজিদে নববি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত কর্তৃপক্ষ।

 

ইসলাম ধর্মের অনুসারীদের কাছে ওমরা ‘ছোট হজ’ নামেও পরিচিত। হজের মৌসুম ব্যতীত সারা বছরই পালন করা যায় ওমরা। আবার মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে প্রায় সারা বছরই থাকে গরম। ওমরার কিছু আবশ্যিক আচার রয়েছে, যেগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজের কারণে পালন করা বেশ কঠিন হয়ে ওঠে। তা ছাড়া অতিরিক্ত ভিড়ের কারণে অনেক যাত্রী ওমরার আচার পালন করতে গিয়ে ভোগান্তিতেও পরেন।

যেমন পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করা এবং সাফা ও মারওয়া পাহাড়ে আরোহন। সূর্যের তেজ এবং ভিড় বাড়তে থাকলে এসব আচার পালন করা অনেক যাত্রীর জন্যই কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়া সৌদি সরকার সবসময়ই সুশৃঙ্খলতার সঙ্গে ওমরা পালনের পক্ষে।

 

কাবা ও মসজিদে নববির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান সময়ে ওমরার আচার-অনুষ্ঠান পালনের জন্য সবচেয়ে ভালো সময় হলো সকাল ৬ টা থেকে ৮ টা, তারপর দুপুর ১২ টা থেকে ২ টা এবং দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা।

 

 

চলতি বছর হজ মৌসুম শেষ হয়েছে জুনের মাঝামাঝি সময়ে। তারপর জুনের শেষ দিক থেকে শুরু হয়েছে ওমরার মৌসুম এবং এটি চলবে আগামী হজ আসার আগ পর্যন্ত।

 

সৌদির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ওমরা পালন করেছেন ১ কোটি ৩০ লাখ মুসল্লি। চলতি বছর ওমরাহ মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবে বলে আশা করছে রিয়াদ।

 

ওমরার জন্য পৃথক ভিসা ইস্যু করে সৌদির সরকার। তবে দেশটির যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সম্প্রতি দেশটির পর্যটন খাতকে শক্তিশালী করার দিকে মনোযোগী হয়েছেন। এ কারণে গত বছর ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট