মোঃ জুয়েল খান ( স্টাফ রিপোর্টার গাজীপুর) : গাজীপুরে কিরণের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বাসন মেট্রো থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাজীপুর মহানগরীর বাসন থানাধীন জয়দেবপুর রোডের ইসলাম প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ হয়।
এতে উপস্থিত ছিলেন- বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ আমাম্মেদ, গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব জাহিদ হোসেন,
গাজীপুর মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়সাল আহমেদ সরকার,
গাজীপুর মহানগর ওলামা দলের সভাপতি কাজী খোকন, বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামসহ বাসন মেট্রো থানা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের বেনিফিসিয়ারি দুর্নীতিবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার দোসরদের গ্রেফতার করতে হবে।