মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি): ভোলা জেলার লালমোহন উপজেলার উপকূলীয় বাঁধ পুর্নবাসন,পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণে ১ম পর্যায়ের কাজ শুরু।
জানাজায় ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইন্জিনিয়ারিং লিমিটেড এর আওতায় বেতুয়া স্লুইসগেইট পানি নিষ্কাশন অবকাঠামো নির্মাণ (২০-ভেন্ট নেভিগেশন লক) রিভার অবজারভেটরি টাওয়ার ৩টি সহ উপকূলীয় বাঁধ পুর্নবাসন ০.৫০০ কিঃমি,সিসি বকের পরিমাণ ৮৮৩২৯টি,কাজের বরাদ্দ দেখানো হয়েছে ৮৩৫৪৮৬৮৩৮.০০ টাকা, কার্যাদেশ অনুযায়ী কাজ শুরু ২২-০১-২৪ইং এবং কাজের সমাপ্তি ৩১-০৫-২৫ইংতারিখ পর্যন্ত।
এলাকা বাসি জানান ইতিপূর্বে এখানে পানি নিষ্কাশনের জন্য ১৬ কপাট বিশিষ্ট এ্যানালক পদ্ধতির একটি স্লুইসগেইট ছিল যা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে ব্যয়বহুল আধুনিক লক সিস্টেমের স্লুইসগেইটটি নির্মাণ হলে উপকূলীয় জেলে এবং কৃষকেরা বেশি উপকার ভোগী হবেন।এবং জেলেরা নিরাপদে নৌকা ট্রলার ভিতরে বাহিরে রাখতে পারবেন। প্রকল্পটি পওর বিভাগ-২ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করছেন।