মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার): ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে এখন কার্যত নিষ্ক্রিয় রয়েছেন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে দলটি। আজ আ’লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ নির্দেশ দেওয়া হয়।
সংকটের সময়ে তৃণমূলের নেতাকর্মীরাই ‘আশার আলো’ উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, এই কঠিন সময়ে দলের প্রতি আপনাদের একাগ্রতা ও ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। দলীয় সংযোগ দৃঢ় করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ থাকুন।