বিউটি ভূঁইয়া (লালমোহন স্থানীয় প্রতিনিধি):
ভোলার লালমোহনে মেঘনা নদীর পার পরন্ত বিকেলে ভ্রমণ পিপাসুদের পছন্দের স্থানে পরিনত হয়েছে। মেঘনার পারে নদী ভাঙ্গন রোদে স্থাপন করা হয়েছে সি সি ব্লক। প্রতিটি ব্লকে হরেকরকম রং করা হয়েছে। ব্লক গুলো এমন ভাবে বসানো হয়েছে যাতে দর্শণার্থীরা বসে সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে পারে। পরন্ত বিকেলে জেলার বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ পরিবার ও প্রিয়জন নিয়ে ঘুরতে আসে।এখানে রয়েছে উম্মুক্ত জায়গা প্রকৃতির অপার সৌন্দর্য নদী থেকে আসা শীতল হিমেল বাতাসে ঘুরতে আসা মানুষের হ্রদয় দোলা দেয়। আকাশের দিকে তাকিয়ে দেখলে মেঘের লুকোচুরি খেলা সারি সারি বক সহ নানানরকম পাখির উড়ে যেতে দেখা ভ্রমণার্থীদের মন আনন্দে বিমোহিত হয়।সমস্ত ক্লান্তি ভুলে কিছু সময়ের জন্য তারা হারিয়ে যায় প্রকৃতির মাঝে। তাই এত সুন্দর স্থানটি ঘুরতে আসে ভ্রমণ পিপাসী মানুষ।