এম এ বাতেন (জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ) ভাটিজগৎচর, কুলিয়ার চর, কিশোর গন্জ,
জাল-জালিয়াতি করে ভূমি দখল করার পায়তারার চালাচ্ছে ভূমি দস্যু হানিফ মিয়া ও তার গং। তিনি আমার পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা করছে। তিনি এলাকার একজন ভূমি দুস্যু বলে চিহ্নিত।
হানিফ মিয়া গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের উসমান গনির ছেলে।
হানিফ মিয়া একজন ধুরন্রর, প্রতারক ও অসৎ ও জাল জালিয়াতির প্রকৃতির লোক। সত্য গোপন করিয়া সাধারন মানুষকে ভুল বুঝাইয়া জাল -জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজপত্র ও ডিক্রি সৃষ্টি সহ উহা উপস্থাপন করিয়া নিরিহ লোকজনের অযথা হয়রানী করাই তার একমাত্র নেশা ও পেশা। নিরিহ মানুষের সাথে প্রতারণা করাই তার প্রধান কাজ। খোঁজ নিয়ে জানা গেছে তার আপন সমন্ধি খাদ্য বিভাগের উপসচিব মোঃ শাহরিয়ার (কবির) তার নাম ব্যবহার করে উপজেলার বিভিন্ন স্তর থেকে সুবিধা বুগ করে থাকেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের (উপসচিব) তার নাম ব্যবহার করে তাদেরকে আয়ত্তে আনার চেষ্টা করেন। এই হানিফ মিয়া আমার পিতার ১৯৯০ সালের ক্রয় কৃত জমি যা কিনা অদ্যবধি দল করি আসিতেছি এমত অবস্থায় একই জমির একটি ২০১৬ সালের ভুয়া দলীর নিয়ে আমাদের ১৯৯০ সালের ক্রয় জমি জোরজবস্তি করে দহলে নিবার পাইতারা করছে যা কিনা আমরা এতদিন ধরে ভুগ দহল করে আসছি এ ব্যাপারে আদালতের স্বরনাপর্ণ হলে আদালত উনাকে আইনি প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা গাপন করে এবং উপযুক্ত সন্তুষ্টিমূলক কারণ দর্শানোর জন্য আদালত নোটিশ প্রদান করে। কিন্তু তার কোন তু আত্মা না করে জোর দখলের পায়তারা করছে এবং হানিফও গং সহ আমাদের হুমকি দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল ইতিপূর্বে হানিফ ও গং রা সরকারি খাল দলের চেষ্টা করলে স্থানীয়দের মাধ্যমে লাঞ্ছিত হয় কিন্তু তবু থেমে নেই তার সমন্ধি উপসচিবের ক্ষমতা অপব্যবহার। এ ব্যাপারে প্রশাসন ও সর্বস্তরের দৃষ্টি আকর্ষণ করছি।