ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম বিভাগের আওতাধীন দুই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুই কর্মকর্তা কে পদায়ন করা হয়েছে। ০২/১২/২০২৪ ইং তারিখ বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এ যোগদানকৃত কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা কে কুমিল্লা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তাঁর নিজ জেলা ভোলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এ ন্যস্তকৃত কর্মকর্তা ফারহানুর রহমান কে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।তাঁর নিজ জেলা নোয়াখালী।
ফাতেমা তুজ জোহরা কে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে পত্রজারির তারিখ অপরাহ্নে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম থেকে অবমুক্ত করা হয়। এ কার্যালয় থেকে তাঁকে কোন বেতনভাতাদি প্রদান করা হয়নি মর্মে প্রজ্ঞাপন সূত্রে জানা যায়।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।