সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): আজমানি লন্ডারিং মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।
মামলায় ২০১৯ সালে তাকে সাত বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকা জরিমানা এবং ৬ কোটি ১ লাখ ৫৮ হাজার ৭৬২ টাকা বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছিল। তিনি সেই দণ্ড ইতোমধ্যে ভোগ করেছেন।
আজ উচ্চ আদালত মামলার রায় পর্যালোচনা শেষে তাকে খালাস দেন। মামুনের আইনজীবী বলেছেন, এটি একটি স্বাধীন ও ন্যায়বিচারের রায়।