সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ঐক্যের নামে যদি নতুনভাবে একদলীয় শাসন কায়েমের প্রচেষ্টা হয়, তবে তা সফল হবে না।
আজ (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, স্বৈরাচার পতনের পরও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করতে হবে।
ড. মঈন খান আরও বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব মেনে নিতে পারে না সেদেশের কিছু রাজনীতিক ও নীতিনির্ধারক।
তিনি বলেন, তৃতীয় ফারাক্কা লংমার্চের মাধ্যমে বার্তা দিতে হবে যে, আমরা নদীকে কল্যাণে ব্যবহার করতে চাই, ধ্বংসের জন্য নয়। পরিবেশ রক্ষার লক্ষ্যে আরেকটি লংমার্চের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।