মো:জাহিদ হাসান (ভোলা জেলা প্রতিনিধি): আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভোলা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট,বিএনসিসি,বাঁধন, পরিবেশ ক্লাব,ইউথ পাওয়ার ইন বাংলাদেশ ও সয়েল ক্লাব সহ কলেজের সকল
সংগঠনের সম্মিলিত আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশের পথে প্রান্তরে যে সকল স্বেচ্ছাসেবকরা একটি সুন্দর সমাজ ও দেশ এবং দেশের মানুষের জন্য যে অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
আজকের এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে আমাদের প্রত্যাশা হচ্ছে, সকলের মেধা শ্রম নিয়োজিত হোক শতভাগ মানব
কল্যাণে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
জনাব জামাল উদ্দীন,সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা সরকারি কলেজ টিম ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগীয় প্রধান।
আদিল হোসেন তপু,কার্যনির্বাহী সদস্য ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট।
মোঃ রায়হান, টিম লিডার,যুব রেড ক্রিসেন্ট ভোলা সদর উপজেলা,ভোলা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,
মোঃতাওহীদ,দলনেতা(ভারপ্রাপ্ত,ভোলা সরকারি কলেজ টিম)
মোঃসিয়াম,সহ-দলনেতা (ভারপ্রাপ্ত,ভোলা সরকারি কলেজ টিম) সহ টিমের অন্যান্য যুব সদস্যরা ছিলেন।
”মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য “
জয় হোক প্রতিটা স্বেচ্ছাসেবকের,
সকল স্বেচ্ছাসেবীদেরকে নেক হায়াত ও সুস্থতা কামনা করি।