ডেস্ক নিউজ: বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হিন্দু হিতরক্ষাণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের আয়োজিত এক সমাবেশে তিনি বাংলাদেশে হিন্দুদের কথিত নিপীড়ন নিয়ে ঘৃণামূলক বক্তব্য দেন। একই সঙ্গে তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও করেন।
ঈশ্বরাপ্পার বক্তব্যকে ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়ার পর স্থানীয় পুলিশ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে। এর আগে ২০২২ সালে দুর্নীতির অভিযোগ এবং এক ঠিকাদারকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত হওয়ায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে তিনি আর বিজেপির মনোনয়ন পাননি।