বদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি): গত রবিবার, ৮ নভেম্বর বিকাল ৩ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন মিলনায়তনে চট্টগ্রাম সিটিজেনস্ ফোরামের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ পুলিশের সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছাতে এবং জনগণকে সেবা প্রদানে সিটিজেনস্ ফোরামের সদস্যদের পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। চট্টগ্রাম নগরীর ১৬ টি থানা ও মহানগর কমিটির চট্টগ্রাম সিটিজেনস্ ফোরামের সদসরা অনুষ্ঠানে মিলিত হয়ে নিজেদের মাঝে পরিচিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটিজেনস্ ফোরামের আহবায়ক মশিউল আলম স্বপন ও সদস্য সচিব ডাঃ আবু নাসের বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বঞ্চিত ফোরামের সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম চট্টগ্রাম সিটিজেনস্ ফোরামের সদস্যদের ধন্যবাদ জানিয়ে, সিটিজেনস্ ফোরাম এ রাজনৈতিক নেতা – কর্মী, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহবান জানান।